চাঁশিবা ডেস্কঃ
বাংলাদেশ পুলিশ বাহিনীর এসআই (নিরস্ত্র) ও এসআই (সশস্ত্র), এই দুইটি পদে বেতনস্কেল ও সরকারি সুযোগ-সুবিধার দিক দিয়ে কোন পার্থক্য নেই।
তবে এদের মধ্যে মৌলিক পার্থক্য হল এসআই (নিঃ) হল- যে সকল এসআই (উপ-পরিদর্শক) থানায় কর্মরত থাকেন এবং মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োজিত থাকেন।
অপরদিকে, এসআই (সশস্ত্র) হল- যেসকল এসআই এর থানায় ডিউটি করা বা মামলা তদন্তের এখতিয়ার নেই। এসআই (সশস্ত্র)’র সদস্যগণ পুলিশ লাইন্স কেন্দ্রিক বিভিন্ন দফতরের দায়িত্ব এবং বিভিন্ন ট্রেনিংয়ে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায় : মাল্টিকেয়ার
Leave a Reply