চাঁশিবা ডেস্কঃ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিতে সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতার তালিকা প্রণয়ন সহজ করতে একটি ওয়েবসাইট তৈরি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ই-প্রাইমারি স্কুল সিস্টেম থেকে শিক্ষকদের নাম, পিন নম্বর ও স্কুলের নাম নিয়ে এ ওয়েবসাইট করা হয়েছে। এ ওয়েবসাইটে সহকারী শিক্ষকদের তথ্য এন্ট্রি করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে প্রতিটি জেলার অন্তত একটি উপজেলার শিক্ষকদের তথ্য ওয়েবসাইটে অন্তভুক্ত করতে বলা হয়েছে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এ নির্দেশনা দেয়া হয়েছে।
অধিদপ্তর বলছে, প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতার তালিকা প্রস্তুত করে পাঠানোর জন্য গত মাসে দুইবার তাগিদ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে সম্মিলিত পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করতে অধিদপ্তর থেকে একাধিকবার নির্দেশনা দেয়া হয়েছে। জ্যেষ্ঠতার তালিকা প্রণয়ন সহজ করতে ‘সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনা নামের একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। যাতে জ্যেষ্ঠতা তালিকা প্রণয়নে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করার ব্যবস্থা রাখা হয়েছে।
অধিদপ্তর আরও জানায়, উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের ওয়েবসাইটে প্রবেশের আইডি, পাসওয়ার্ড ও ব্যবহারের নির্দেশিকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের ইমেইলে পাঠানো হয়েছে।
এ পরিস্থিতে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে প্রতিটি জেলার অন্তত একটি উপজেলার শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য শুদ্ধভাবে সম্পন্ন করে ইমেইলে (teacherspromo.dpe@gmail.com) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে জানাতে বলা হয়েছে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায় : মাল্টিকেয়ার
Leave a Reply