নিজস্ব প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ২ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী)সকাল সাড়ে ১১টায় জেলা সদরের মহানন্দা টোল প্লাজায় এ দূর্ঘটনা ঘটে। নিহত দু’জন চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র।
নিহত শিক্ষার্থীরা হলেন, সদর উপজেলার আরামবাগ এলাকার সেলিমের ছেলে মোস্তাফিজুর রহমান (২০), ও একই উপজেলার মিল্কি পাড়ার সিরাজুল ইসলামের ছেলে মিনারুল ইসলাম (২০)।
জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের ব্যবহারিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মহানন্দা ব্রীজ টোল প্লাজার সামনে আসলে পিছন থেকে একটি ট্টাক তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাদেরকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ হুমায়ন কবির জানান, দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যুর খবর শুনেছি। নিহত দুই ছাত্র ৪র্থ পর্বের ছাত্র ছিল বলে জানান তিনি।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফফর হোসেন সড়ক দূর্ঘটনায় ২ ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,চালককে আটক করা যায়নি তবে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এব্যাপারে থানায় একটি দুর্ঘটনার মামলা করা হয়েছে। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায় : মাল্টিকেয়ার
Leave a Reply