চাঁশিবা ডেস্কঃ
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন ঈদ-উল-ফিতরের পর ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে । আর আবাসিক হলগুলো ১৭ মে খুলে দেওয়া হবে। সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টায় ভার্চুয়ালি জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী একথা জানান।
শ্রেণিকক্ষে পাঠদান শুরুর পর পরীক্ষা নেয়া শুরু হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সব বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান পবিত্র ঈদ-উল-ফিতরের পর ২৪ মে থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ১৭ মে থেকে খুলে দেওয়া হবে। এই সময়ে অর্থাৎ ২৪ মে পর্যন্ত কোনো ধরনের পরীক্ষা হবে না। ২৪ মে’র পরে পরীক্ষাগুলো নেওয়া হবে। আর অনলাইন ক্লাস যেভাবে চলছে সেভাবেই চলবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, হল খুলে দেওয়ার আগেই আবাসিক শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সবাইকেই টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। আগামী ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও স্কুল ও কলেজ এবং মাদরাসাগুলো কবে থেকে খোলা হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শ্রেণিকক্ষে পাঠদান শুরু হলেও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন শিক্ষা মন্ত্রী।
দিপু মনি বলেন, প্রায় ৯-১০ মাস থেকে সকল শ্রেনিকক্ষ ও আবাসিক হল গুলো বন্ধ রয়েছে। সেগুলো খুলে দেয়ার আগেই পরিস্কার-পরিছন্নসহ পরিবেশ সম্মত করে তুলার প্রতি সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন শিক্ষা মন্ত্রী।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায় : মাল্টিকেয়ার
Leave a Reply