নিজস্ব প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকা হতে ১৩ জুয়াড়ীকে আটক করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (৪ মার্চ) দিবাগত রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকার ধুমি হায়াতপুর গ্রাম হতে তাদের আটক করা হয়।
আটককৃত জুয়াড়িরা হল-চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ধুমি হায়াতপুর চালপাড়া গ্রামের মোঃ রবু বিশ্বাসের ছেলে মোঃ জমির বিশ্বাস (৪৩), একই গ্রামের ধামার মোড়ের মৃত বাহার আলী মন্ডলের ছেলে মোঃ জাক্কার (৪০), ধামার মোড়ের মৃত শুকুর উদ্দিনের ছেলে মোঃ এলাম (৩০), ডাল পাড়ার মৃত মফিজ উদ্দীনের ছেলে মোঃ জামাল (৫৫), কৃষ্ণগোবিন্দপুর কাইটাপাড়ার মোঃ এনামুল হকের ছেলে মোঃ মনিরুল (৪০), উপর ধুমি হায়াতপুর গ্রামের মৃত নাইমুল হকের ছেলে মোঃ আবুল কাশেম (৩৫), চকআলমপুর গ্রামের মোঃ এনামুল হকের ছেলে মোঃ বাবু আলী (৩৪), পালোয়ান পাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ আজিজুল (৩৬) ও মৃত আহসানের ছেলে মোঃ আবু জার (৪২), চকআলমপুর গ্রামের মৃত গোলাম কবিরের ছেলে মোঃ নবীন (৩৮), ধুমি হায়াতপুরের মৃত শাহজামানের ছেলে মোঃ মাসির (৭০) ও মৃত আফতাবের ছেলে মোঃ ফয়েজ (৫০), হরিনগর গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে মোঃ হান্নান (৫২)।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় পাঠানো এক প্রেসনোটে র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ শাখার একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১১টায় ধুমি হায়াতপুর গ্রামের আবুল কাশেমের বাড়ি হতে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট হতে ২টি সাদা প্লাস্টিকের চট, ১সেট কার্ড, ৫টি টর্চ লাইট, ৮টি গ্যাস লাইট, ৬ প্যাকেট সিগারেট এবং নগদ ৬৬ হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায় : মাল্টিকেয়ার
Leave a Reply