নিজস্ব প্রতিনিধিঃ
মহানন্দা নদী হতে অবৈধ বালু উত্তোলন, সরকারি রাস্তায় বালুর পাইপ লাইন স্থাপন, বালু বোঝায় ট্রাক ও ট্রাক্টরের বেপরোয়া চলাচলে যানজটের সৃষ্টিসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মালোপাড়ায় মানববন্ধন করেছে স্থানীয় যুবসমাজ। শুক্রবার (৫ মার্চ) বিকেল ৫টায় এলাকার যুব সমাজ ও সুধীজনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মালোপাড়ায় এ মানববন্ধন হয়।
স্থানীয় যুবসমাজের আয়োজনে মানববন্ধনে রাজারামপুর, নিমগাছী, হাজিপাড়ার বাসিন্দারা অংশগ্রহন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধ বালূ উত্তোলনের ফলে নদী ভাঙ্গনের কবলে পড়েছে রাজারামপুর, নিমগাছি, হাজীপাড়াসহ অন্যান্য গ্রামগুলো। বালু বোঝায় ট্রাক ও ট্রাক্টরের বেপরোয়া গতির কারণে ঘটছে দুর্ঘটনা ও সৃষ্টি হচ্ছে যানজটের।
মানববন্ধন হতে-অবৈধ বালু উত্তোলন বন্ধ, রাস্তার উপর বালুর পাইপ লাইন সরিয়ে ফেলা,অবৈধ ট্রাক্টর চলাচল বন্ধ, অন্যান্য যানের গতিসীমা ২০ কি.মি/ঘন্টা করাসহ বিভিন্ন দাবি জানানো হয়। তাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে এসকল অনিয়ম বন্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায় : মাল্টিকেয়ার
Leave a Reply