নিজস্ব প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার চকপাড়া সীমান্তে মালিকবিহীন হেরোইন ও ইয়াবা উদ্ধার করেছে রহনপুর ব্যাটালিয়ান (৫৯ বিজিবি)। বুধবার সন্ধ্যা ৭ হতে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে নামো চকপাড়া এলাকা হতে ৮২০ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করে ৫৯ বিজিবি।
রহনপুর ব্যাটালিয়ান (৫৯ বিজিবি) এক প্রেসনোটে জানায়, বুধবার সন্ধ্যা ৭টা হতে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত ব্যাটালিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা পিএসসির নেতৃত্বে চৌকা, কিরণগঞ্জ, চকপাড়া, আজমতপুর ও তেলকুপি সীমান্তে ৫২ জন বিজিবি সদস্যের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অপরদিকে সহকারী পরিচালক মোহম্মদ হাফিজুর রহমান বিজিবিএমএস এর নেতৃত্বে ভোলাহাট, বিলভাতিয়া, কামালপুর, শিয়ালমারা ও সোনামসজিদ সীমান্তেও অভিযান পরিচালিত হয়। এসময় সীমান্তবর্তী এলাকায় অস্থায়ী চেক পোষ্ট স্থাপন করে সন্দেহজনক এলাকায় তল্লাসী অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে চকপাড়া বিওপি’র সীমান্ত পিলার ১৮৩/২-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামোচকপাড়া এলাকায় ৮২০ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার সিজার মুল্য ১৭ লক্ষ টাকা। এসময় চোরাকারবারীরা হেরোইন ও ইয়াবা ফেলে ভারতে পালিয়ে যায়।
এবিষয়ে রহনপুর ব্যাটালিয়ান (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা পিএসসি হেরোইন ও ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে সকল ধরনের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায় : মাল্টিকেয়ার
Leave a Reply